ক্ষনস্থায়ী পৃথিবী

ক্বারী মাওঃ মোঃ মুহসিন আলী,গাইবান্ধা

পৃথিবীর সুন্দর চাকচিক্য,কারুকার্য, ভোগবিলাস,স্মার্ট বডি ফিটনেস,মায়াবী চেহারা সব কিছু একদিন বিলীন হয়ে যাবে। নিথর হয়ে পরে থাকবে আমার দেহ , মাটির সাথে মিশে যাবে আমার সযত্নে পরিপাটি সুন্দর এই শরীর। গলে পচে পোকা মাকড়ের খাদ্যে পরিনত হবে আমার দেহ। থাকবেনা কোন অহংকার,আধিপত্য,ক্ষমতার দাপট।এখনো সময় আছে ফিরে আসার,,দুনিয়ার মোহে আর কত কাল অন্যায়,অশ্লীলতা,নির্লজ্জ,বেহায়াপনা ও গুনাহের কাজে লিপ্ত থাকবো। জানিনা মালাকুল মউত কখন জানি বিদায়ের ঘন্টা বাজিয়ে সাঙ্গ করে দেয় আমার জীবন লীলা। তাই প্রতিটি ক্ষনে প্রভূর কাছে পানাহ চাই,,হে খোদা দয়াময়,মেহের বানি কর আমাকে,আমার বাকিটা সময় যেন তোমার এবং রাসুল (সাঃ) এর প্রদর্শীত পথে অতিবাহিত করতে পারি।জাহান্নামের সেই ভয়ানক শাস্তি থেকে যেন নিজেকে বাচিয়ে নিতে পারি।সেই তৌফিক ও হিম্মত আমাকে দান কর।,,আমীন!পৃথিবীর সুন্দর চাকচিক্য,কারুকার্য, ভোগবিলাস,স্মার্ট বডি ফিটনেস,মায়াবী চেহারা সব কিছু একদিন বিলীন হয়ে যাবে। নিথর হয়ে পরে থাকবে আমার দেহ , মাটির সাথে মিশে যাবে আমার সযত্নে পরিপাটি সুন্দর এই শরীর। গলে পচে পোকা মাকড়ের খাদ্যে পরিনত হবে আমার দেহ। থাকবেনা কোন অহংকার,আধিপত্য,ক্ষমতার দাপট।এখনো সময় আছে ফিরে আসার,,দুনিয়ার মোহে আর কত কাল অন্যায়,অশ্লীলতা,নির্লজ্জ,বেহায়াপনা ও গুনাহের কাজে লিপ্ত থাকবো। জানিনা মালাকুল মউত কখন জানি বিদায়ের ঘন্টা বাজিয়ে সাঙ্গ করে দেয় আমার জীবন লীলা। তাই প্রতিটি ক্ষনে প্রভূর কাছে পানাহ চাই,,হে খোদা দয়াময়,মেহের বানি কর আমাকে,আমার বাকিটা সময় যেন তোমার এবং রাসুল (সাঃ) এর প্রদর্শীত পথে অতিবাহিত করতে পারি।জাহান্নামের সেই ভয়ানক শাস্তি থেকে যেন নিজেকে বাচিয়ে নিতে পারি।সেই তৌফিক ও হিম্মত আমাকে দান কর।,,আমীন!

ক্বারী মাওঃ মোঃ মুহসিন আলী

Published by Muhsin Ali

I am a student. I study in Univercity of dhaka. Political science.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started