যে বিদ্যা অর্জন করে মানুষ আল্লাহকে চিনতে পারেনা,রাসূল (সাঃ) কে চিনতে পারেনা,তার এই উন্নত মাথাটা আল্লাহর সামনে অবনত হতে পারেনা,,তার এই শিক্ষাটা হচ্ছে দাজ্জালের Education,
Education system is the creativ by dajjal. জ্ঞান হচ্ছে সেটাই যেটা মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসবে,রাসুলের দিকে নিয়ে আসবে,ইসলাম ও কুরআনের দিকে নিয়ে আসবে। এখন আপনিই চিন্তা করুন। ২০-৩০ বছর লিখা-পড়া করে আপনি কি archive করেছেন? প্রাইমারি স্কুল থেকে শুরু করে অনার্স মাস্টার্স শেষ করতে প্রায় ২৪/২৬ বছর লেগে যায়। অথচ তারা আমাদের ২৪ টা কুরআনের আয়াত শেখায়নি,২৪ টা হাদিস শেখায়নি, ২৪ জন নবী-রাসুলের নাম শেখায়নি,২৪ জন সাহাবির নাম শেখায়নি,২৪ টা আয়াতকে নিয়ে গবেষনা করতে শেখায়নি,,,তাহলে আমি কোন পথে হাঠছি। এটাই হচ্ছে দুনিয়াবি শিক্ষা।
ইয়া রব্বে কারীম,আমাদের সবাইকে এমন শিক্ষা অর্জন করার মোন মানসিকতা তৈরি করে দিন,যে শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সফলকাম ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব। আমীন!

