সালাত শব্দের অর্থ নামাজ। আর তাসবিহ বলতে ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ এ শব্দগুলো বোঝানো হয়েছে। সালাতুত তাসবীহ (আরবি: صلاة تسبيح ), তাসবীহের নামাজ নামেও পরিচিত।
যে নামাজে এসব তাসবীহ পড়ানো হয় তা সালাতুত তাসবীহ বা তাসবীহের নামাজ হিসেবে পরিচিত।
হযরত মুহাম্মদ (সঃ) এ নামাজ পালনে উৎসাহিত প্রদান করছেন। জীবনে একবার হলেও মুসলমানরা যেন এ নামাজ পড়ে এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
রাসুল (সা.) তার চাচা হযরত আব্বাস (রা.)-কে বলেন, ‘চাচা, পারলে আপনি সালাতুত তাসবিহ নামাজ দিনে একবার তা না পারলে সপ্তাহে একবার, তাও না হলে মাসে একবার, তাও না পারলে বছরে একবার পড়বেন। তাতেও অক্ষম হলে অন্তত জীবনে একবার হলেও এ নামাজ অবশ্যই পড়বেন।
এ নামাজ দ্বারা জীবনের ছোট, বড়, স্বেচ্ছায়, অনিচ্ছায়, নতুন, পুরনো, গোপন, প্রকাশ্য সব রকম গুনাহ মাফ হয়ে যায়।’
সালাতুত তাসবীহ পড়ার নিয়ম
সালাতুত তাসবীহ চার রাকাত। প্রতি রাকাতে ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ তাসবীহগুলো ৭৫ বার পড়তে হয়। চার রাকাতে মোট ৩০০ বার পড়তে হয়।
প্রথম রাকাতে সূরা ফাতিহা তারপর কোরআন থেকে কেরাত পাঠ সম্পন্ন হবার পর দাঁড়ানো অবস্থায় রুকুতে যাওয়ার পুর্বে ১৫ বার পড়তে হবে-
(سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ )
সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
রুকু করবে এবং রুকু অবস্থায় দোয়ার পর (তাসবিহ) ১০ বার পাঠ করতে হবে। রুকু থেকে মাথা ওঠানোর পর সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় (রাব্বানা লাকাল হামদ পড়ার পর)এ তাসবিহ ১০ বার পাঠ করতে হবে।
তারপর সিজদায় যাবে এবং সিজদা অবস্থায় এ তাসবীহ ১০ বার পাঠ করবে।
সিজদা থেকে মাথা ওঠানোর পর ১০ বার।
পুনরায় সিজদা গিয়ে ১০ বার
সিজদা থেকে মাথা উঠিয়ে দ্বিতীয় রাকাতে দাড়ানোর পূর্বে ১০ বার পাঠ করতে হবে।
এ তাসবিহ প্রত্যেক রাকাতে ৭৫ বার করে ৪ রাকাত নামাজের প্রতি রাকাতেই একই নিয়ম অনুসারে আদায় করতে হবে।
👉👉সালাতুত তাসবীহ’ নামায পড়াবস্থায় দানাদার তসবিহ হাতে গণনা করা মাকরূহ বা অনুচিত। আঙ্গুলের করগুলোতে গণনা করা যাবেনা। বরং তাহরিমা বাধা অবস্থাতেই হাতের আঙ্গুলের মাথা গুলো টিপেটিপে তাসবীহ গণনা করতে হবে।
✍️লেখক:- ইসলামী ব্লগার
ক্বারী মাওঃ মোঃ মুহসিন আলী
🌐ওয়েব সাইট:-muhsinali.data.blog
১৪ ফেব্রুয়ারী-২০২৫ইং,শুক্রবার
আজকের ইফতারের সময়সূচি
ইফতারের সময়- ৫-৫৬ মিনিট
আমার ওয়েব সাইটটি ঘুরে আসার আহবান রইলো
👇👇নিচের লিংক এ ক্লিক করুন👇👇
🌐muhsinali.data.blog
