নিস্তব্ধ রাত্রি… চারদিকে নীরবতা, সবাই ঘুমিয়ে পড়েছে…

শুধু একটি হৃদয় এখনও জেগে আছে। একটি মন এখনও কাঁদছে-পাপের বোঝা নিয়ে, গুনাহর যন্ত্রণা নিয়ে।

রাত্রির নিস্তব্ধতায় যখন পৃথিবী শান্ত, তখনই আসমান কাঁপে কিছু কান্নার শব্দে-“হে আল্লাহ! ক্ষমা করে দাও… আমি ক্লান্ত, আমি ভেঙে গেছি, তুমি ব্যতীত আমার আর কেউ নেই।”

এই রাতেই ফিরিশতারা নেমে আসে, এই রাতেই দরজাগুলো খোলা থাকে, এই রাতেই সেই নাম না জানা পাপী বান্দার কান্না আল্লাহর আরশ ছুঁয়ে যায়।

কে জানে – আজকের এই রাতই হয়তো তোমার জীবনের শেষ রাত?

কে জানে – এই নিস্তব্ধতা তোমাকে ডেকে নিচ্ছে কবরের গভীরে?

তবুও মানুষ উদাসীন,

নামাজের সময় ঘুম, গুনাহের সময় জাগরণ।

হায় আফসোস!

দুনিয়ার নেশায় আমরা হারিয়ে ফেলেছি সেই রাতের কান্না, যে কান্না ছিলো আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান।

ও প্রিয় মানুষ, ফিরে এসো…

এই রাতের নিস্তব্ধতা তোমাকে ডাকছে রুকুতে নত হও, সেজদায় ভেঙে পড়ো, দুনিয়ার মানুষ তোমার কান্না বুঝবে না, #কিন্তু আল্লাহ বুঝেন, তিনি শোনেন, তিনি ক্ষমা করেন।

আজ রাতেই শুরু হোক নতুন যাত্রা, #গুনাহের অন্ধকার পেছনে ফেলে রহমতের আলোয় এগিয়ে চলো। কারণ, এই নিস্তব্ধ রাত্রি হয়তো তোমার জীবনের শ্রেষ্ঠ মোড়।

Published by Muhsin Ali

I am a student. I study in Univercity of dhaka. Political science.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started